ফরিদপুর মেডিকেল কলেজ

ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুরের কোর্ট কম্পাউনড এলাকায় অবস্থিত মেডিকেল এসিস্টেন্ট্ ট্রেনিং স্কুলের উন্নতিকরণের মাধ্যমে ১৯৯২ সনে বাংলাদেশ সরকার ফরিদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। ঢাকা বিশববিদ্যালয়ের অধিভুক্ত, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল ও ডেণ্টাল কাউন্সিল স্বীকৃত এই সরকারী চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রথম পর্যায়ে প্রতিবৎসর ৫০ জন করে ছাত্র ভর্তির সুযোগ ছিল যাহা বর্তমানে ১০০ জনে ঊন্নিত করা হয়েছে। চিকিৎসা শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন মিটাতে রয়েছে পশ্চিম খাবাস্পুরস্থ ২৫০ শয্যার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কলেজ  ও হাসপাতাল একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। কলেজের সর্বাঙ্গিন দায়িত্বে থাকেন একজন প্রিন্সিপাল আর হাসপাতালের সর্বাঙ্গিন দায়িত্বে থাকেন একজন পরিচালক। পাঁচ বৎসর মেয়াদী শিক্ষা কার্যক্রম সাফল্যজনকভাবে শেষ করে ছাত্ররা চিকিৎসাশাস্ত্রে এম.বি.বি.এস স্নাতক ডিক্রি প্রাপ্ত হয়। পূর্ণাঙ চিকিৎসকরূপে জনগনের চিকিৎসা দেয়ার অধিকার অর্জন করতে সবাইকে  ডিক্রি  প্রাপ্তির পর কোন স্বীকৃত হাসপাতালের বিভিন্ন বিভাগে এক বৎসর মেয়াদী বাস্তব  অভিজ্ঞতা অর্জন  করে  বাংলাদেশ  মেডিকেল  কাউন্সিল  হতে  লাইসেন্সপ্রাপ্ত  হতে হয়।  [এম.কে.আই কাইয়ুম চৌধুরী]