পাটোয়ারী

পাটোয়ারী  সুলতানী ও মুগল শাসনামলে ভূমি রাজস্ব সংক্রান্ত কাগজ বা দলিল সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত গ্রাম পর্যায়ের সরকারি কর্মকর্তা। জমি চাষের নির্ভুল রেকর্ড, কৃষকের দখলি সম্পত্তির পরিমাণ, শষ্যের ধরণ এবং পরিশোধনীয় রাজস্ব ইত্যাদি যা সরকারের রাজস্ব প্রশাসনের জন্য অপরিহার্য, প্রভৃতি বিবরণ তাঁর বহি বা রেজিস্টারে লিপিবদ্ধ থাকত। আলাউদ্দীন খলজী এ পদের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। শেরশাহ এবং আকবর এর রাজত্বকালে এ পদটি প্রচলিত ছিল। সরকারের এই সাধারণ কর্মচারি রাজস্ব সংক্রান্ত অন্যান্য কাগজপত্র ছাড়াও গ্রামের প্রত্যেক কৃষক কর্তৃক জমাকৃত অর্থের হিসাবও সংরক্ষণ করতেন। কোনো প্রকার অভিযোগ থাকলে দায়িত্বশীল কর্মকর্তা পাটোয়ারীকে বরখাস্ত করতে পারতেন এবং তাঁর কাগজপত্র পরীক্ষা এবং তা রক্ষিত রেকর্ডের সঙ্গে তুলনা করে দেখার জন্য একজন বড়-মাদনবিশকে নিয়োগ দিতেন। কর্নওয়ালিশ কোড এর অধীনে পাটোয়ারীর দফতর বিলুপ্ত করা হয়। গ্রামীণ সমাজে পাটোয়ারী বেশ প্রভাবশালী ছিলেন।  [আবদুল করিম]