নাইট্রোজেন বন্ধন

নাইট্রোজেন বন্ধন (Nitrogen fixation)  নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের যুক্ত হওয়া। প্রকৃতিতে নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। গাছের জন্য অপরিহার্য এ মৌলটিকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করার মাধ্যমে গাছের গ্রহণ-উপযোগী করা হয়। যখন কোন যৌগ (যেমন - ইউরিয়া সার) উৎপাদনের জন্য রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উপাদানগুলি যুক্ত করা হয়, তখন এ প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বন্ধন।

অন্যদিকে, মৃত্তিকাতে কিছু মুক্তজীবী (Azotobacter, Azomonus, নীল-সবুজ শৈবাল) বা মিথজীবী (Legume-Rhizobium, Azolla-Anabena বা Frankia-এর প্রজাতি) জীব আছে যারা বায়ুমন্ডলীয় নাইট্রোজেনকে বন্ধন প্রক্রিয়ায় জৈব যৌগে পরিণত করে এবং মৌলটি শেষপর্যন্ত প্রোটিনের উৎসে পরিণত হয়। এ প্রক্রিয়াটি জৈব নাইট্রোজেন বন্ধন হিসেবে পরিচিত। জৈব নাইট্রোজেন বন্ধন প্রক্রিয়া মৃত্তিকাকে নাইট্রোজেন সমৃদ্ধ করে। এর ফলে কারখানায় উৎপাদিত সারের ব্যবহার কমিয়ে শস্য উৎপাদন খরচ কমানো যায়। বাংলাদেশের জলাভূমিতে ধান চাষে নাইট্রোজেন অপচয় পরিহারে জৈব নাইট্রোজেন বন্ধন গুরুত্বপূর্ণ।  [এস.এম ইমামুল হক]