থ্যালাসেমিয়া

থ্যালাসেমিয়া (Thalassemia)  দেহে রক্তশূন্যতা প্রদর্শন করে এমন এক ধরনের রোগ। আলফা অথবা বিটা হিমোগ্লোবিন পেপটাইড উৎপাদনে ত্রুটি অথবা কম মাত্রায় বিটা চেইন (beta chain) সংশ্লেষণের কারণে সাধারণত এ রোগ দেখা দেয়। ভূমধ্যসাগরের নিকটবর্তী এলাকায় এবং বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কতক দেশে শিশুদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব বেশি।

থ্যালাসেমিয়ার উপসর্গগুলির মধ্যে উল্লেখযোগ্য ক্লান্তি, তীব্র রক্তশূন্যতা, হূৎপিন্ডের স্ফীতি, সামান্য জন্ডিস এবং পায়ের ক্ষত। অস্থিমজ্জার বাড়তি তৎপড়তার জন্য করোটির অস্থি অনেক সময় পুরু হয়ে যায়। তবে রোগের লক্ষণ বয়স এবং প্রতিকূল অবস্থার উপর নির্ভর করে। আক্রান্ত ছেলেমেয়েদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগ সাধারণত দূর হয়ে যায়।

ঢাকা শিশু হাসপাতাল একটি থ্যালাসেমিয়া কেন্দ্র (Thalassemia Centre) স্থাপন করেছে। এখানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। যদিও দেশে কি পরিমাণ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাব অনুযায়ী প্রতি বছরে ২০০০ থেকে ২৫০০ শিশু এ ব্যাধিতে আক্রান্ত হয়। থ্যালাসেমিয়া রোগীদের সর্বাঙ্গীন কল্যাণে ঢাকায় একটি সমিতি গঠিত হয়েছে।  [জিয়া উদ্দিন আহমেদ]