তেজগাঁও থানা

তেজগাঁও থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ২.৭৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৪´ থেকে ২৩°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৩´ থেকে ৯০°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কাফরুল, ক্যান্টনমেন্ট এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানা, দক্ষিণে কলাবাগান ও রমনা থানা, পূর্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, পশ্চিমে শেরেবাংলা নগর ও কাফরুল থানা।

জনসংখ্যা ১১৮৫৪০; পুরুষ ৬৭৪৩৯, মহিলা ৫১১০১। মুসলিম ১০৭৪১৪, হিন্দু ৬৭৪৯, বৌদ্ধ ৩৬৬২, খ্রিস্টান ৬৬১ এবং অন্যান্য ৫৪।

প্রশাসন তেজগাঁও থানা গঠিত হয় ১৯৫৩ সালে। ২০০৬ সালের ৭ আগস্ট থানাটি পুনর্গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১+২ (আংশিক) ১১৮৫৪০ - ৪৩২৬৩ ৭৬.৫১ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড নং ৩৮ (আংশিক) ০.৮৯ ৩৪০১০ ২৫৮৩১ ৭৭.৫৮
ওয়ার্ড নং ৩৯ ১.১৯ ২৪৯৯৬ ১৮৬১৯ ৭৪.৫৮
ওয়ার্ড নং ৪০ (আংশিক) ০.৬৬ ৮৪৩৩ ৬৬৫১ ৭৭.৩৭

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

প্রাচীন নিদর্শনাদি  হলি রোজারি ক্যাথলিক চার্চ (১৬৭৭)।

ধর্মীয় প্রতিষ্ঠান আম্বর শাহ মসজিদ, অরজতপাড়া জামে মসজিদ, শাহীনবাগ মসজিদ, হলি রোজারিও ক্যাথলিক চার্চ (১৬৭৭) উল্লেখযোগ্য।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান  গড় হার ৭৬.৫১%; পুরুষ ৮১.৭২%, মহিলা ৬৯.৮৩%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: নর্দার্ন ইউনিভার্সিটি, হলিক্রস কলেজ (১৯৫০), সরকারি বিজ্ঞান কলেজ (১৯৫৪), তেজগাঁও কলেজ (১৯৬১), তেজগাঁও মহিলা কলেজ (১৯৭২), তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (১৯৩৫), হলিক্রস স্কুল (১৯৫৩), তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৫৫), তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সিভিল অ্যাভিয়েশন স্কুল।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, ক্লাব ৪, কমিউনিটি সেন্টার ৩, সিনেমা হল ৩।

পত্রপত্রিকা ও সাময়িকী  দৈনিক প্রথম আলো, দি ডেইলি স্টার।

গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ০.৫৭%, অকৃষি শ্রমিক ০.৯১%, শিল্প ২.২৮%, ব্যবসা ২৬.০৬%, পরিবহণ ও যোগাযোগ ৩.৯০%, চাকরি ৫০.১৯%, নির্মাণ ১.৬৪%, ধর্মীয় সেবা ০.০৮%, রেন্ট অ্যান্ড রেমিট্যান্স ৩.২৭% এবং অন্যান্য ১১.১০%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৭০.৬০%, ভূমিহীন ২৯.৪০%।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি ধান, পাট, ডাল, শাকসবজি।

প্রধান ফল-ফলাদি  আম, কাঁঠাল, নারিকেল।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৩৪.৭১ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা পোশাক শিল্প, তেলকল, বরফকল, ওয়েল্ডিং কারখানা।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, হস্তশিল্প।

বাজার, শপিং সেন্টার, মেলা  বসুন্ধরা সিটি, ফার্মভিউ সুপার মার্কেট, চৌরঙ্গী সুপার মার্কেট, ফার্মগেট ডিসিসি মার্কেট, কাওরান বাজার, তেজতুরী বাজার উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য  তৈরি পোশাক, হস্তশিল্প।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৭.৩৩% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ১০.২৫%, ট্যাপ ৮৮.৪৬%, পুকুর ০.০৮% এবং অন্যান্য ১.২১%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৯৪.৮৯% পরিবার স্বাস্থ্যকর এবং ৩.৮০% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১.৩১% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র আল রাজী হাসপাতাল। [সৈয়দ সাবিবর আহম্মদ]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।