ঢাকা শিশু হাসপাতাল

ঢাকা শিশু হাসপাতাল  শিশুদের চিকিৎসার উদ্দেশ্যে নিয়োজিত ও শিশুস্বাস্থ্য রক্ষার যাবতীয় কর্মকান্ড সংবলিত দেশের প্রথম শিশু হাসপাতাল। বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭২ সালের মার্চে যুক্তরাজ্যের ‘শিশুরক্ষা তহবিল’ এবং ‘ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ’-এর সহযোগিতায় এটি ঢাকায় প্রতিষ্ঠিত। ধানমন্ডির একটি বেসরকারি বাড়িতে ৫০-শয্যা এবং এর অনতিদূরে শুক্রাবাদে তাঁবু খাটিয়ে বহির্বিভাগ চালুর মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। ১৯৭৫ সালে সরকার এটিকে স্বয়ংসম্পূর্ণ একটি শিশু হাসপাতালে উন্নীত করার জন্য শেরে-বাংলা নগরে ৫০০-শয্যার একটি নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন এ স্থানে ১৯৭৭ সাল থেকে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি ব্যবস্থাপনা বোর্ড দ্বারা পরিচালিত হয়। এর লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে শিশুদের স্বাস্থ্যপরিচর্যা, শিশুদের টিকাদানের জন্য ক্লিনিক পরিচালনা, পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যবিধি সম্পর্কে মায়েদের শিক্ষাদান, দম্পতিদের পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধকরণ, উন্নততর গবেষণা, এবং ডাক্তার, নার্স ও চিকিৎসা সহায়কদের প্রশিক্ষণ প্রদান।

১৯৮৩ সালে হাসপাতালটিতে ‘বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে স্নাতকোত্তর পর্যায়ে শিশুরোগ চিকিৎসার বিভিন্ন কোর্স এবং ১৯৯২ সালে শিশুদের জন্য বাংলাদেশে প্রথম ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ চালু করা হয়। ঢাকা শিশু হাসপাতাল সরকারের বার্ষিক অনুদান, নিজস্ব আয় এবং মাঝে মাঝে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাদের অনুদানে ব্যয় নির্বাহ করে। [এস.এম মাহফুজুর রহমান]