জালালুদ্দীন, কাজী

জালালুদ্দীন', 'কাজী  সুফি সাধক। তিনি হজরত শাহজালাল (র.)-এর সাথে সিলেট অভিযানে অংশ নেন। ৩৬০ আউলিয়ার অন্যতম জালালুদ্দীন (র.) সিলেট শহরে ইসলাম প্রচার করেন। সিলেট বিজয়ের পর তিনি সিলেটের কাজী নিযুক্ত হন। বিদ্যানুরাগী হিসেবেও তাঁর খ্যাতি ছিল। সিলেট শহরের কাজী টোলায় ‘কাজী দিঘী’র অদূরে একটি টিলার উপরে তাঁর মাযার রয়েছে।  [মুহাম্মদ ছহুল হোসাইন]