খোয়াই নদী

খোয়াই নদী (Khowai River)  ভারতের ত্রিপুরা রাজ্যের আঠারপুড়া পাহাড়ের পূর্বাংশে উদ্ভূত হয়ে প্রথমে পশ্চিম এবং পরে উত্তর দিকে প্রবাহিত হওয়ার পর সিলেট জেলার বাল্লা নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর হবিগঞ্জ শহরের পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে নবীগঞ্জের নিকটে কালনী নদীর মোহনার কাছে  মেঘনা নদীতে পতিত হয়েছে। [মোঃ মাহবুব মোর্শেদ]

মানচিত্রের জন্য দেখুন সুরমা-মেঘনা নদীপ্রণালী