কিন্নর, মধুসূদন

কিন্নর, মধুসূদন (১৮১৩/৮-১৮৬৮)  ঢপকীর্তন গানের রচয়িতা ও গায়ক। মধুকান নামে তিনি সমধিক পরিচিত। ১৮১৩ (মতান্তরে ১৮১৮) সালে যশোর জেলার উলুসিয়া গ্রামে তাঁর জন্ম। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি মধুসূদনের আকর্ষণ ছিল না। তিনি গানবাজনা, বিশেষত ভক্তিমূলক গান পছন্দ করতেন। তাই পাঠশালা থেকে পালিয়ে তিনি গানের দলে যোগ দেন। ওই সময় তাঁর স্বাভাবিক কবিত্বশক্তির প্রকাশ ঘটে; তিনি মুখে মুখে তাৎক্ষণিকভাবে গান রচনা করতেন।

উচ্চাঙ্গসঙ্গীতের প্রতিও মধুসূদনের আকর্ষণ ছিল। এ উদ্দেশ্যে ঢাকায় এসে তিনি ওস্তাদ ছোট খাঁ ও বড় খাঁর দরবারে স্থানলাভ করেন এবং  খেয়ালটপ্পা ও ঠুংরিতে তালিম নেন; নানারকম রাগ-তালেও তিনি দক্ষতা অর্জন করেন। অতঃপর যশোরের রায়খাদিয়ার রাধামোহন বাউলের কীর্তনদলে যোগ দিয়ে তিনি বাংলার নানা স্থানে  সঙ্গীত পরিবেশন করেন। রাধামোহন ছিলেন তাঁর কীর্তনগানের গুরু।

মধুসূদন যশোরের মোহনদাস, রূপোদাস, অঘোরদাস, দ্বারিকদাস, শ্যামা বাউল প্রমুখের গান, প্রচলিত  কীর্তন এবং খেয়াল সঙ্গীতের ভাবধারা ও সুরের মিশ্রণে নতুন এক কীর্তনগানের প্রবর্তন করেন, যা ক্রমে ঢপকীর্তন নামে পরিচিতি লাভ করে। ঢপ ছাড়াও তিনি অন্য গানও রচনা করেছেন। তাঁর মৃত্যুর পর অক্রূর সংবাদ, কলঙ্কভঞ্জন, মাথুর ও প্রভাস নামে তাঁর গানের সংকলন প্রকাশিত হয়েছে। কাসিমবাজার রাজবাড়িতে গান গাইতে যাওয়ার পথে কৃষ্ণনগরে তাঁর মৃত্যু হয়।  [মহসিন হোসাইন]