কাওরান বাজার

কাওরান বাজার  ঢাকা শহরের একটি কেন্দ্রীয় পাইকারি বাজার। স্থানটি মৃৎপাত্র, চীনামাটির বাসন-কোসন এবং অন্যান্য পারিবারিক পণ্যসামগ্রী বিক্রয়ের স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাজারটি প্রথমে আমবার শাহ্ মসজিদের নিকট রেললাইনের পাশে অবস্থিত ছিল। পরবর্তী সময়ে এটি আকারে বৃদ্ধি পায় এবং ক্রমান্বয়ে রেললাইন থেকে একটি নিকটবর্তী বড় এলাকায় সম্প্রসারিত হয়ে সম্পূর্ণ এলাকাটির নাম হয় কাওরান বাজার। বাজারটিতে পাইকারিভাবে মাছ, শাকসবজি ও চাল ব্যবসায়ের আলাদা আলাদা স্থান রয়েছে। এ বাজারে বিক্রয়ের জন্য মাছ, শাকসবজি ও অন্যান্য পণ্যসামগ্রী বাংলাদেশের সব এলাকা থেকে আমদানি করা হয়। কিছু পণ্য বিদেশ থেকেও আমদানি করা হয়। প্রতি রাতে শত শত ট্রাক পণ্য নিয়ে এ বাজারের বিভিন্ন দোকানে পৌঁছায়। দেশি পরিবহণও, যেমন ভ্যান, ঠেলাগাড়ি পণ্য নিয়ে বিভিন্ন দোকানে অথবা ক্রেতার ঠিকানায় পৌঁছিয়ে দেয়। এ বাজারের ব্যবসায়ীরা শাকসবজি, মাছ এবং অন্যান্য কৃষিজাতপণ্য শুধু ঢাকা শহর অথবা এর আশপাশের মাঝারি ও ছোট বাজারেই সরবরাহ করেনা বিদেশেও বিশেষত, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি করে। কাওরান বাজার একটি পাইকারি বাজার হলেও এখানে খুচরা বেচাকেনাও চলে। বাজারে প্রতিদিন প্রায় ৫০ মিলিয়ন টাকার পণ্য ক্রয়বিক্রয় হয়। বাজারের একদিকের সীমানা ঘেঁষে গুরুত্বপূর্ণ সড়ক নগরীর প্রাণকেন্দ্রে চলে গেছে এবং অপর পাশের সীমানা ঘেঁষে আছে সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেল। বাজারের পাশে আরো কয়েকটি আন্তর্জাতিক হোটেল রয়েছে। এছাড়া কাওরান বাজারের আশপাশে অনেক সরকারি, স্বায়ত্তশাসিত এবং বড় বড় কোম্পানির অফিস রয়েছে।  [মো মাসুদুর রহমান]