ওহাবী

ওহাবী  মুহাম্মাদ ইবন  আবদুল ওহাব (১৭০৩-১৭৮৭) কর্তৃক প্রতিষ্ঠিত একটি মুসলিম সম্প্রদায়। তাঁদের বিরুদ্ধবাদীরা  তাঁর জীবদ্দশায় তাঁদেরকে এ নামে অভিহিত করেন। তাঁরা নিজেদেরকে মুওয়াহিদী (একত্ববাদী) অথবা সালাফী (আদিপন্থি) রূপে পরিচয় দিতে পছন্দ করেন। সৌদি আরব ও কাতারে এদের আধিপত্য সর্বাধিক।  হযরত মুহাম্মদ (স.) ও তাঁর সাহাবীদের এবং তাঁদের অব্যবহিত পরবর্তী বংশধরদের মতামতের আলোকে এঁরা ইসলামের ব্যাখ্যা করে থাকেন। তাঁদের পরবর্তী বংশধরদের আচার-আচরণে এঁরা শ্রদ্ধাশীল নন।

ওহাবীরা কোনো প্রকার রহস্যময়তা ও ওলীদের বিশেষ ক্ষমতায় বিশ্বাস করেন না। তাঁরা সমাধিসৌধ বৈধ মনে করেন না। তাই সৌদি আরবে সমাধিস্থলের কোনো চিহ্ন রাখা হয়নি। ওহাবীরা একমাত্র নবীজীর সমাধিসৌধ ছাড়া আর কোনো স্মৃতিসৌধ পরিদর্শন অনুমোদন করেন না। নবী (স.)-এর  সমাধিস্থল পরিদর্শনের ফলে সৌদি আরবে আগত তীর্থযাত্রীদের আধ্যাত্মিক উন্নতি লাভ হয়, এ মতের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল নন। ওহাবীরা মীলাদের পরিপন্থি। বাংলাদেশে খুব কম সংখ্যক ওহাবী সম্প্রদায়ের লোক বাস করে। [নিয়াজ জামান ও আ.ত.ম মুছলেহউদ্দীন]