ওয়ান ব্যাংক লিমিটেড

ওয়ান ব্যাংক লিমিটেড (ওবিএল) বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় ১৯৯৯ সালের মে মাসে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক নিবন্ধিত ব্যাংকিং কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। একজন চেয়ারম্যান এবং একজন ভাইস-চেয়ারম্যানসহ ৭ সদস্যের পরিচালনা পর্ষদ ব্যাংটির নীতি নির্ধারণ করে থাকে। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটির প্রধান নির্বাহী। ২০২০ সালের শেষে ব্যাংকটির মোট জনবল ২৪০৪ এবং শহরাঞ্চলেই ১০৭ টি শাখায় এর কর্মকা- ব্যাপৃত। ব্যাংক ব্যবসায় যাবতীয় ঝুঁকি ব্যবস্থাপনার দিকে ব্যাংকটির দৃষ্টি বিশেষভাবে নিবন্ধ এবং সম্ভাব্য অস্পষ্টতা কিংবা অস্বচ্ছতার ক্ষেত্রেও মূল্যমানের উপর যথাযথ প্রতিফলনে ও হিসাবায়নে ব্যাংকটি বিশেষভাবে যতœবান। অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকটি মূলত ট্রেডিং ব্যবস্থায় পুঁজি সরবরাহে গুরুত্ব দিয়ে থাকে, ব্যাংকের মোট অর্থায়নের শতকরা প্রায় ২১ ভাগ লগ্নী এ খাতে রয়েছে। পুঁজি সরবরাহ এবং দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান উভয় ক্ষেত্রেই ব্যাংকটি অর্থায়ন করে থাকে। যেহেতু দীর্ঘ মেয়াদি অর্থায়নের তুলনায় স্বল্প মেয়াদি অর্থায়নের ঝুঁকি কম সেহেতু ব্যাংকটি ঝুঁকি সীমিত রাখার ব্যাপারে আগ্রহী। শিল্পখাতে অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক মূলত বস্ত্র ও পোষাক নির্মাণ খাতকে প্রধান্য দিয়ে থাকে। এই দুই খাতে ব্যাংক পোর্টফলিও ঋণের প্রায় ৩১ ভাগ অর্থ বিনিয়োগকৃত হয়। ওয়ান ব্যাংক সিমেন্ট উৎপাদন ও যোগাযোগ খাতে অর্থায়নেও সংশ্লিষ্ট।

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকটি উদ্ধৃত-অনুদ্ধৃত উভয় আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার মার্কেটে বিনিয়োগে সতর্কতার সাথে অংশ গ্রহণ করে। ব্যাংকটি ক্রমশ জাহাজ ভাঙ্গা ও স্টিল রি রোলিং খাতে তাদের পূর্বেকার বিনিয়োগ থেকে সরে আসার ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছে। প্রকারান্তরে তৈরি পোষাকখাতে বিনিয়োগ বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যাংকটি নন-ফান্ডে ব্যবসায় মুনাফা অর্জনে সাফল্য লাভ করছে।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
অনুমোদিত মূলধন ১০০০০ ১০০০০ ১০০০০
পরিশোধিত মূলধন ৭৬৬৫.৩ ৮৪৩১.৯ ৮৮৫৩.৫
রিজার্ভ ৫৫৭২ ৬১০৮ ৬৪৩০.৮
আমানত ২০২৫৪৬ ২২৮০৯১ ২২৯৪৮৫.৬
ক) তলবি আমানত ৪০৫৫৫ ৪২৬৩২ ৫৪৯৩০.৭
খ) মেয়াদি আমানত ১৬১৯৯১ ১৮৫৪৫৯ ১৭৪৫৫৩.৯
ঋণ ও অগ্রিম ১৯৮৯০৮.৭ ২১৫২২৭.৮ ২২০৩৪১.৫
বিনিয়োগ ২৮৭২৩.৯ ৩৩৭২৮ ২৯৯৮৪
মোট পরিসম্পদ ২৬৬০৪৯ ২৯৭১৭৪ ৩০৩৫১৬.৯
মোট আয় ২৪৯৪৮ ২৭২৯২ ২৪২৬৫
মোট ব্যয় ১৯৫৬৩ ২৩১৫১ ২১৩৪০
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ২৩৯০৪৬ ২৩১৬৫৬.৭ ১৮৯৩২০
ক) রপ্তানি ৯৯৭৮৭ ৯৫৮৪২ ৮১১৭.৯
খ) আমদানি ১৩২৮১৪ ১২৮৮০২ ১০৩৭৪২.১
গ) রেমিট্যান্স ৬৪৪৫ ৭০১২.৭ ৪৪৬০
মোট জনশক্তি (সংখ্যায়) ২২৩৯ ২৩৯৪ ২৪০৪
(ক) কর্মকর্তা ২২২৫ ২৩৮০ ২৩৯১
(খ) কর্মচারি ১৪ ১৪ ১৩
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ৪২৩ ৪২৫ ৪৩১
শাখা (সংখ্যায়) ৯৯ ১০৩ ১০৭
ক) দেশে ৯৯ ১০৩ ১০৭
খ) বিদেশে
কৃষি খাতে
ক) ঋণ বিতরণ ৩১১৯ ২৮৯৭ ২৬৩৬
খ) আদায় ২৩৪৯ ২৬০০.৭ ২১৮১
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ১১০৫১৮.৩ ১১৭৬০৯.৫ ৯২২৯২.৮
খ) আদায় ১০৪৭৪৯.৬ ৯১৩২২.২ ৮৮৩২২.২
খাতভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ২১৯৮.৮ ২৪৯৩.৮ ২৪৯৮.১
খ) শিল্প ৪৮৮৯৮.৫ ৬৪৫৩৭.৫ ৬২০৩৪.৯
গ) ব্যবসা বাণিজ্য ৩২০৯৫.৭ ২৩৬১৫.৩ ২৪৬০১.১
ঘ) দারিদ্র্য বিমোচন
সি.এস.আর ১০০.৮ ৫৮.২ ৪৮.৪

উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১

২০০৮ সালে ব্যাংকটির পরিচালনা দক্ষতা এবং সস্তোষজনক তারল্য পরিস্থিতির কারণে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড-এর মূল্যায়ন অনুযায়ী ওয়ান ব্যাংক দীর্ঘমেয়াদি এ-১ এবং স্বল্প মেয়াদি এসটি-২ অর্জন করে। ওয়ান ব্যাংক এটিএম সুবিধা ও ই-ব্যাংকিং চালুর ক্ষেত্রেও সফলতা অর্জন করেছে।

২০১৯ সালে ব্যাংকের আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির অংশ ছিল ব্যাংকিং খাতের মোট আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির যথাক্রমে ১.৮ এবং ২.০ শতাংশ এবং আমানত ও ঋণ অগ্রিমের গড় সুদহার ব্যবধান দাঁড়ায় ৩.৯ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]