ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)  বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি কোম্পানি আইন ১৯১৩-এর অধীনে একটি পাবলিক কোম্পানি হিসেবে ২৬ জুন ১৯৮৩ তারিখে নিবন্ধিত হয়। এটি ১৯৮৩ সালের ২৬ জুন অনুমোদন পায় এবং একই বছরের ২৯ জুন ব্যবসা শুরু করে। শুরুতে ব্যাংকটির অনুমোদিত মূলধন ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ১ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ১২,১৭৫ মিলিয়ন টাকা। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১৫,০০০ মিলিয়ন টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে এর পরিশোধিত মূলধন ২৯৯ মিলিয়ন টাকায় বৃদ্ধি পায়। ব্যাংকটির রিজার্ভ ফান্ড-এর পরিমাণ ১৯৯০ সালে ছিল ৮৫.৮৮ মিলিয়ন টাকা, ২০০৯ সালে তা ২২০৫ মিলিয়ন টাকা এবং ২০২০ সালে ২২,৯২০ মিলিয়ন টাকায় উন্নীত হয়। ২০ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদ ইউসিবিএল-এর সার্বিক ব্যবস্থাপনা তত্ত্বাবধায় করে এবং এর নীতি নির্ধারণ করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকা)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
অনুমোদিত মূলধন ১৫০০০ ১৫০০০ ১৫০০০
পরিশোধিত মূলধন ১০৫৪১.৩ ১১৫৯৫.৪ ১২১৭৫.২
রিজার্ভ ১৭৪৫৮.৫ ২১২১৪.৫ ২২৯১৯.৬
আমানত ২৯৭১৭২.৮ ৩৩০৭৮৬.৭ ৩৫৩৯৮১.৬
ক) তলবি আমানত ১০৮৫৪৭.৮ ১২৪২২০.৮ ১৪৩১৮৪.১
খ) মেয়াদি আমানত ১৮৮৬২৫ ২০৬৫৬৫.৯ ২১০৭৯৭.৫
ঋণ ও অগ্রিম ২৯৪৬৭১.৯ ৩২২৭২৮.১ ৩৫১৬৮৩.৬
বিনিয়োগ ৫০৮৩০.৮ ৫৭৮০১ ৬৫৩২৩.৫
মোট পরিসম্পদ ৪০১০৭৬.১ ৪৪২০০৩.৮ ৪৯৩৩০৬.৯
মোট আয় ১৮৫৬০.২ ২০৭০৮.৯ ২০৪৮৮.২
মোট ব্যয় ১০৯০২.৩ ১২৩৩৩.১ ১৩৬৩১.১
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৫১৩৪৯০.২ ৫০৪০০৬.৮ ৫১৭০১০
ক) রপ্তানি ২৩২৩১৪.৪ ২৫২৯২০.৩ ২১২৪৮৬
খ) আমদানি ২৪৮৯৬৯.৮ ২৪৬২১২.৬ ২৫৯২৪১
গ) রেমিট্যান্স ৩২২০৬ ৪৮৭৩.৯ ৪৫২৮৩
মোট জনশক্তি (সংখ্যায়) ৪৯৮২ ৪৯৮৮ ৪৯০০
ক) কর্মকর্তা ৪৫২৭ ৪৫৫৫ ৪৫০৭
খ) কর্মচারি ৪৫৫ ৪৩৩ ৩৯৩
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ৫৪৭ ৫৮১ ৫৯৬
শাখা (সংখ্যায়) ১৮৭ ১৯৫ ২০৪
ক) দেশে ১৮৭ ১৯৫ ২০৪
খ) বিদেশে
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ৩৪৭২.৪ ৪৫৪০ ৪৪৬০.১
খ) আদায় ৪৯০৬.৮ ৩৭৭৪.৯ ৫২৬৭
শিল্পখাতে
ক) ঋণ বিতরণ ৬১৪১৬.৬ ৬৪৮৯২.১ ৬৭০৯৬.৫
খ) আদায় ৪৮০২৯.৩ ৬৩৮৩৬.৭ ৬২০৮৬
খাতভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ৩৭৯২.৭ ৪১৯২.৬ ৩১২৩.৭
খ) শিল্প ৪২০৬৭.৯ ৫৩১৯৬.২ ৬৪৪২২.২
গ) ব্যবসা বাণিজ্য ৭০৬৩০.৮ ৭৩০৫৯.৫ ৬৭৮৬৭.৭
ঘ) দারিদ্র্য বিমোচন ১০৮.১ ২১৫ ১৫৬.৩
সি.এস.আর ৭৫.১ ৩৪.২ ২১২.১

উৎস  আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১

ইউসিবিএল বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প, গৃহায়ণ, আমদানি-রপ্তানি অর্থায়ন এবং ব্যবসাবাণিজ্য খাতে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করে। প্রদত্ত ঋণের ওপর ইউসিবিএল সর্বনিম্ন ১০% এবং সর্বোচ্চ ১৬.৫০%-এর মধ্যে পরিবর্তনশীল হারে সুদ আরোপ করে। ইউসিবিএল বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ২০২০ সালে ব্যাংক মোট ৫১৭০১০ মিলিয়ন টাকার বৈদেশিক মৃদ্রা ব্যবসা পরিচালনা করে। এর মধ্যে রপ্তানির পরিমাণ ২১২৪৮৬ মিলিয়ন, আমদানির পরিমাণ ২৫৯২৪১ মিলিয়ন এবং রেমিট্যান্সের পরিমাণ ৪৫২৮৩ মিলিয়ন টাকা। ২০০৯ সাল পর্যন্ত ইউসিবিএল ৫৯৬টি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিসঙ্গী ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে।

২০১৯ সালে ব্যাংকের আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির অংশ ছিল ব্যাংকিং খাতের মোট আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির যথাক্রমে ২.৬ এবং ৩.০ শতাংশ এবং আমানত ও ঋণ অগ্রিমের গড় সুদহার ব্যবধান দাঁড়ায় ৪.০ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]