অ্যাকশন-এইড বাংলাদেশ

অ্যাকশন-এইড বাংলাদেশ (এএবি)  ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন প্রতিষ্ঠান। বাংলাদেশে  দারিদ্র্য বিমোচনে অবদান রাখা এর উদ্দেশ্য। দরিদ্র, নারী, শিশু, আদিবাসী, প্রতিবন্ধী, এইচআইভি/এইডস আক্রান্ত মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে একটি সমানাধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাকশন-এইড পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণ করে। অ্যাকশন-এইড বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে।

প্রতিষ্ঠানটির প্রথমে নাম ছিলো ‘ফর দোজ হু হ্যাভ লেস’। পরে এটি অ্যাকশন-এইডে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠা থেকে অ্যাকশন-এইড দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচিকে বলা হয় ডিএ বা ডেভেলপমেন্ট এরিয়া কর্মসূচি। এ পর্যন্ত অ্যাকশন-এইড ৩৭টি ডিএ কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে ৩১ টি ডিএ কর্মসূচির কাজ চলছে। প্রায় ১০০টি সংস্থা অ্যাকশন-এইডের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে।  [ফারাহ কবীর]