অধিদপ্তর

অধিদপ্তর বাংলাদেশ সরকারের কার্যবিধিতে (১৯৯৬) অধিদপ্তরকে এমন দপ্তররূপে সংজ্ঞায়িত করা হয়েছে যা প্রত্যক্ষভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এবং যে দপ্তরকে সরকার কর্তৃক অধিদপ্তর ঘোষণা করা হয়েছে। আকার ও গুরুত্ব অনুসারে সাধারণত অধিদপ্তরের প্রধান থাকেন একজন মহাপরিচালক। অধিদপ্তর মূলত সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নির্বাহী শাখা বা দপ্তর হিসেবে কাজ করে। মন্ত্রণালয় বা বিভাগের গৃহীত নীতিমালা, পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প অধিদপ্তর কর্তৃক মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়।

মহাপরিচালক বা ক্ষেত্র বিশেষে পরিচালক বিভাগীয় প্রধান হিসেবে তার অধীনস্থ দপ্তরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। অধীনস্থ কোনো দপ্তরের তুলনায় অধিদপ্তর ব্যাপকতর ক্ষমতা ভোগ করে। অধীনস্থ দপ্তর বলতে এমন সরকারি দপ্তরকে বোঝায় যা অধিদপ্তর হিসেবে ঘোষিত নয়, এবং সাধারণত কোনো মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে সরাসরি কাজ করে না।

বস্ত্তত কোনো কোনো দপ্তরকে অধিদপ্তর হিসেবে আখ্যায়িত করা হয়, যেমন পুলিশ অধিদপ্তর, সমাজকল্যাণ অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর ইত্যাদি। কোনো কোনো অধিদপ্তর বা বিভাগের প্রধানের পদবিও হয় ভিন্নতর, কারণ এসব পদবি আইনের মাধ্যমে নির্ধারিত। উদাহরণস্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অব প্রিজনস, চিফ কনজারভেটর অব ফরেস্ট্স ইত্যাদি।  [এ.এম.এম শওকত আলী]